নিজস্ব প্রতিবেদক: সিলেটের শাহপরান (র:) থানাধীন ইসলামপুর বাজার থেকে ৩৯০পিস ইয়াবাসহ এহসানুল কবির মাবরুর (২৮) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
গ্রেফতার মাবরুর এসএমপির শাহপরান (র:) থানার লালখাটঙ্গী এলাকার নাজমুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্পের) এর একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মো: সামিউল আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে এসএমপির শাহপরান (র:) থানাধীন ইসলামপুর বাজারস্থ হাইস্কুল মার্কেটের এস আর মেডিকেল হল সামন থেকে ৩৯০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা একটি প্রাইভেট কার ও মোবাইল ফোন জব্দ করে র্যাব।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে এসএমপির শাহপরান (র:) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো: সামিউল আলম।